রাজশাহী সংবাদ

রাজশাহী নগরীতে সাজাপ্রাপ্ত আসামী ও হেরোইন ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীতে কামাল উদ্দিন (৩২) নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬টার দিকে নগরীর কাটাখালি থানাধিন কাপাসিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে এসআই সাহাবুল, এএসআই আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স।

গ্রেফতারকৃত কামাল উদ্দিন নগরীর মতিহার থানাধিন মির্জাপুর এলাকার জামাল উদ্দিনের ছেলে।

অপর এক অভিযানে নগরীর কাজলা বড়-মসজিদ এলাকা থেকে ৯ গ্রাম হেরোইনসহ জুয়েল (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এসআই সাহাবুল ও সঙ্গীয় ফোর্স।

গতকাল বুধবার দুপুরে খদ্দেরের নিকট হেরোইন বিক্রি করার সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জুয়েল নগরীর মতিহার থানাধিন কাজলা বড়-মসজিদ এলাকার তোহুরা বেওয়ার ছেলে। তার পিতার নাম বাবলু।

এসআই সাহাবুল জানায়, গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে মাদক মামলার ১বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কামাল উদ্দিনকে ও মাদক ব্যবসায়ী জুয়েলকে ৯গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, গ্রেফতার এড়াতে মাদক মামলার ১বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কামাল উদ্দিন মতিহার থানা এলাকা পরিবর্তন করে কাঁটাখালি থানাধিন কাপাসিয়া এলাকায় অত্মগোপন করেছিল। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার তাকে কাপাসিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।