রাজশাহী নগরীতে সাজাপ্রাপ্ত মাদক কারবারি ও হেরোইনসহ যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী নগরীতে পৃথক দুটি অভিযানে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও হেরোইন, ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার দুপুর ১টা ও সন্ধা সাড়ে ৬টার দিকে পৃথক দুই স্থান থেকে আটক করেন এসআই শাহবুল ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃতরা হলো-নগরীর মতিহার থানাধীন সাতবাড়িয়া এলাকার রাজ্জাকের ছেলে রাব্বি (২০) সে দুই বছরের মাদক মামলার পলাতাক আসামি। অপরজন একই থানার মেহেরচন্ডি এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে শাহনেওয়াজ (২৪)। তার কাছ থেকে ৫ গ্রাম হেরোইন ও ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসআই শাহবুল জানায়, গ্রেফতারকৃত রাব্বি দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। গ্রেফতার এড়াতে সে দির্ঘদিন পালিয়েছিল। গোপন তথ্যের বিত্তিতে সাতবাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
অপর এক অভিযানে মেহেরচন্ডি রেল-লাইনের উপরে খদ্দেরের নিকট হেরোইন ইয়াবা বিক্রির সময় শাহনেওয়াজকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলেও জানান ওই এসআই ।