রাজশাহী সংবাদ
রাজশাহী নগরীতে বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট সহ মোঃ নাদিম (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে (ডিবি) পুলিশ।
গতকাল সোমবার দিবাগত রাত ৮টার দিকে কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম বাগানপাড়া বালুর ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে মহনগর ডিবির এসআই মোঃ মিজানুর রহমান সরকার ও তার সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃত কাশিয়াডাঙ্গা থানাধীন বশরী এলাকার মোঃ আঃ মান্নানের ছেলে নাদিম।
গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানাধীন হাড়্রগ্রাম বাগানপাড়া বালুর ঘাট এলাকায় অভিযান পরিচালনাকালে মোঃ নাদিমকে ৫৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখার এসআই মোঃ মিজানুর রহমান সরকার ও তার সঙ্গীয় ফোর্স।
আটককৃত নাদিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।