রাজশাহী নগরীতে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক ব্যবসায়ী নবিন আটক
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীতে বিপুল পরিমান ইয়াবাসহ মোঃ বেনিয়ামিন ওরফে নবিন (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ৭টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন বরেন্দ্র জাদুঘরের প্রধান গেটের সামনে থেকে তাকে আটক করে ডিবি এসআই মোখলেছুর রহমান ও সঙ্গীয় ফোর্স।
এ সময় তার নিকট থেকে ১০১২(এক হাজার বার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত নবিন চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানাধিন নলডুবরী বাজার এলাকার মোঃ বজলার রহমানের ছেলে।
রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা’র ওসি মোঃ হুমায়ুন কবির বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০১২(এক হাজার বার) পিস ইয়াবাসহ নবিন নামের মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক গত সোমবার রাত ১১টার দিকে বোয়ালিয়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে বলে বোয়ালিয়া থানা সূত্রে জানা গেছে।