রাজশাহী সংবাদ
রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ চোলাইমদ সহ গ্রেফতার-৪
রিতা আহমেদ: রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ চোলাইমদ সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।গতকাল শনিবার সাড়ে ১২ টার দিকে কাশিয়াডাঙ্গা থানাধীন রায়পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো রায়পাড়া এলাকার মোঃ সালোংগীর ডুবারু (৬০), তার ছেলে মোঃ জাহেরুল ইসলাম (১৯), স্ত্রী মোসাঃ জাহেমা বেগম (৪৫), ও একই এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের স্ত্রী মোসাঃ সালেনুর বেগম (২৪)।
এসময় অভিযান চালিয়ে চোলাই মদ তৈরীর কাঁচামাল, প্রয়োজনীয় সরঞ্জামদি ও আনুমানিক ২৫০০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।