রাজশাহী সংবাদ
রাজশাহী নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী তেতু আটক
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী তেতু (২৫) কে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে শিরোইল কলোনীর হাজরা পুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী চন্দ্রিমা থানাধীন হাজরা পুকুর এলাকার মৃত শাজাহানের ছেলে। এই দিকে তেতু আটকের খবরে স্বস্তি ফিরে এসেছে এলাকার স্থানীয়দের মাঝে।
জানতে চাইলে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ গোলাম মুস্তফা বলেন, আমি নতুন থানায় যোগদানের পর তেতুসহ বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে, এছাড়া অন্যান্যদের আটকের চেষ্টা চলছে।