রাজশাহী নগরীতে অটোসহ চোর আটক
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীতে ব্যাটারী চালিত অটো-চুরি করে পালিয়ে যাওয়ার সময় অটোসহ মোঃ মিম ইসলাম (১৮) নামের এক চোরকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুর ৩টার দিকে নগরীর মতিহার থানাধিন তালাইমারী ট্রাফিক মোড় থেকে তাকে স্থানীয়দের সহযোগীতায় ধাওয়া দিয়ে আটক করে এসঅই সুকান্ত ও সঙ্গীয় ফোর্স। এ সময় অটোটি (রাসিক খ-৬০৪, ২০১৮/১৯) জব্দ করে থানা হেফাজতে নেয় পুলিশ।
আটককৃত অটো চোর মিম ইসলাম নগরীর কাশিয়াডাঙ্গা থানাধিন হড়গ্রাম শেখ পাড়া এলাকার মোঃ সেতাব আলীর ছেলে।
এসআই সুকান্ত জানায়, নগরীর আশরাফের মোড়ের একটি গ্যারেজে অটোটি রাখা ছিল। সুযোগ বুঝে চোর মিম অটোটি চালিয়ে নগরীর তালাইমারীর দিকে পালিয়ে যাচ্ছিল।
এ সময় পেছন থেকে অটো গ্যারেজের দুই যুবক ধাওয়া দিয়ে আসছিলো। পথিমধ্যে তারা মতিহার থানায় মোন দিয়ে বিষয়টি আবগত করলে। তালাইমারী ট্রাফিক মোড়ে স্থানীয়দের সহযোগীতায় সামনে থেকে তার গতিরোধ করে আটক করা হয়। এ বিষয়ে চুরীর মামলা প্রক্রিয়াধিন বলেও জানায় এসআই।