রাজশাহী সংবাদ

রাজশাহী নওদাপাড়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুইজন নিহত, আহত ৩

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর নওদাপাড়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই অটোরিকশা যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় মহানগরীর নওদাপাড়া বাস টার্মিনালের পূর্ব পাশে বেলুন চত্বর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

শাহ মখদুম থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, নওদাপাড়া আমচত্বর থেকে অটোরিকশাটি বেলুন চত্বরে রাস্তার উপরে হঠাৎ ইউটার্ণ নেয়। তখন খড়খড়ি বাইপাসের দিক থেকে একটি অ্যাম্বুলেন্স এসে সজোরে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলে মারা যায় দুইজন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো কারো নাম পরিচয় পাওয়া যায়নি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button