রাজশাহী সংবাদ

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে নব-নির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরীসহ ২১জন নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অন্তর্বতীকালীন কমিটির আহ্বায়ক এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শপথ বাক্য পাঠ করানোর পর নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান মেয়র।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। সারাদেশে সড়কের উন্নয়ন ঘটছে। প্রশস্ত রাস্তা-ঘাট, নতুন ব্রিজ হচ্ছে। দেশ ডিজিটাল হচ্ছে, প্রশস্ত নতুন নতুন রাস্তাঘাট হচ্ছে, সেই সাথে চালকদেরও ভালোভাবে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানে মেয়র নব-নির্বাচিত নেতৃবৃন্দকে যথাযথভাবে দায়িত্ব পালন ও শ্রমিকদের কল্যানে কাজ করার আহ্বান জানান।

রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর ও অন্তর্বতীকালীন আহ্বায়ক কমিটির সদস্য সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, অন্তর্বতীকালীন আহ্বায়ক কমিটির সদস্য ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম, সদস্য ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত আলী শাহু, সদস্য ও ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম। স্বাগত বক্তব্যদেন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন পরিচালন কমিটির প্রধান নির্বাচন কমিশনার রবিউল হক কাঁকর।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button