রাজশাহী সংবাদ
রাজশাহী জেলা পুলিশের অভিযানে আটক ২৪
এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ৩ জন, তানোর থানা ২ জন, মোহনপুর থানা ৫ জন, পুঠিয়া থানা ৩ জন, দূর্গাপুর থানা ২ জন, চারঘাট মডেল থানা ৪ জন, বাঘা থানা ৫ জনকে আটক করে। যার মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ১ জনকে মাদকদ্রব্যসহ ৫ জনকে অন্যান্য মামলায় আটক করা হয়।
আরও জানানো হয়, পুঠিয়া থানা পুলিশ মজনু (২৭) কে ৫০গ্রাম গাঁজাসহ আটক করে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানানো হয়।