রাজশাহী জেলা আ.লীগের সম্মেলনের দুটি তোরণে দুর্বৃত্তদের আগুন
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা আওয়মী লীগের সম্মেলনের দুটি তোরণের দুর্বৃত্তরা আগুন দিয়েছে। শনিবার রাত দশটার দিকে কে বা কারা এ আগুন দেয়। খবর পেয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতারা ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
জেলা আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, কে বা কারা আগুন দিয়েছিল, এখন নিভানো হয়েছে। মঞ্চ উপকমিটির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলে এখন বেশ কিছু সংখ্যক পুলিশ অবস্থান করছে। তবে তোরণটি কোন নেতার উদ্যোগে করা হয়েছিলো সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি তোরণে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। তবে কারা এবং কেন ওই দুটি তোরণে আগুন দিয়েছে তা নিশ্চিত নয়।
আজ রোববার সকাল থেকে রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এ সম্মেলন অনুষ্ঠিত হবে এর জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে দলটি।