রাজশাহী কাঁটাখালীতে যুবলীগ নেতাকে পেটাল ছাত্রলীগ নেতা
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর উপকন্ঠ কাঁটাখালী এলাকায় দুই যুবলীগ নেতাকে পিটিয়ে জখম করেছে ছাত্রলীগের নেতারা।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে কাঁটাখালী মোল্লাহপাড়া নতুন ব্রিজের উপরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, চারঘাট ইউসুফপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি তুষার আলী সম্রাট (২৮) ও যুবলীগ কর্মী মারুফ খন্দকার সোহাগ (৩০)।
মোটরসাইকেল নিয়ে বেলঘরিয়া সম্রাটের সাবা পোলট্রি মুরগির খামারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বেলঘরিয়ার মোল্লাপাড়া ব্রিজের উপরে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে কাঁটাখালি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সোহাগ আলীসহ অজ্ঞাত ৭ থেকে ৮ জন তাদের উপরে হামলা চালিয়ে পিটিয়ে জখম করে।
পরে স্থানীয়রা অহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
বর্তমানে তারা রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিকৎসাধিন রয়েছেন।
জানতে চাইলে কাঁটাখালী থানার অফিসার ইনচার্জা (ওসি) জিল্লুর রহমান জানান, মারামারির সংবাদ শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে সেখানে কাইকে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় যদি কেউ অভিযোগ বা মামলা দিতে আসেনি।
তবে কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।