রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন অঞ্চলসহ রাজশাহীতেও নেমেছে বৃষ্টি। শুক্রবার মধ্যরাতে রাজশাহীতে ৯ মি.মি বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে। এছাড়াও ঢাকায় মধ্যরাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, যা এখনো চলমান আছে। তবে বৃষ্টি হলেও শীতের তীব্রতা তেমনটা নেই।
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এমনিতেই রাস্তাঘাট কিছুটা ফাঁকা। শীতের মধ্যে হালকা বৃষ্টিতে সেই ফাঁকার মাত্রাটা যেন আরও বেড়েছে। যারা প্রয়োজনে জন্য ঘর থেকে বের হয়েছেন তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে এখনো ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে। সেই সঙ্গে ঝিরঝির করে বৃষ্টি ঝরছে। সকালের দিকে কিছুটা বাতাস থাকলেও এখন সেটা নেই।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মধ্যরাত থেকে রাজধানীতে দুই মিলিমিটার এবং রাজশাহীতে ৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। আগামীকাল পর্যন্ত ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হতে পারে বলে জানায় আবওহাওয়া অধিদপ্তর।