পুঠিয়ারাজশাহী সংবাদ
রাজশাহীর পুঠিয়ায় বিপুল পরিমান ইয়াবাসহ আটক -১
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী পুঠিয়ায় বিপুল পরিমান ইয়াবাসহ মোঃ জয়নাল আবেদনী (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আজ রোববার দুপুর পৌনে ২টার দিকে পুঠিয়া থানাধীন হাড়োখালী ধোপাপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল।
এ সময় তার নিকট থেকে ৯২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত মোঃ জয়নাল আবেদনী ওই এলাকার (৫০), মৃতঃ নাসির উদ্দিন মন্ডলের ছেলে।
র্যাব জানায়, আটককৃত জয়নাল আবেদনীনের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।