রাজশাহীর পুঠিয়ায় দাড়িয়ে থাকা ভ্যানকে ট্রাকের ধাক্কা, চালক নিহত
পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় দাড়িয়ে থাকা অটো ভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়েছে অজ্ঞাতনামা বেপরোয়া ট্রাক এতে ভ্যানের চালক আবদুল বারেক (৩২) ঘটনাস্থলেই মারা গেছেন। (১০ ডিসেম্বর) মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার তারাপুর বাজার সংলগ্ন এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আবদুল বারেক উপজেলার গোপালহাটি গ্রামের জসিম বেপারির ছেলে। সে ভ্যান নিয়ে মহাসড়কের পাশে দাড়িয়ে ছিলো।
বিষয়টি নিশ্চিত করেছেন পবা হাইওয়ে পুলিশ শিবপুর ফাড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী। তিনি জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা নাটোর গামী একটি অজ্ঞাত ট্রাক মহাসড়কের পাশে দাড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটো ভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় গুরুতর আহত ভ্যান চালক বারেক ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেছে।
এ ব্যপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।