রাজশাহীর পদ্মার পানি বিপদসীমার ৫৮ সেন্টিমিটার নিচে
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
ভারতের বিহার থেকে নেমে আসা বন্যার পানি ও টানা বৃষ্টিতে রাজশাহীর পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রতিদিন ৬ থেকে ৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পাচ্ছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় পদ্মার রাজশাহী পয়েন্টে বিপদসীমার মাত্র ৫৮ সেন্টিমিটার নিচে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
পদ্মার রাজশাহী পয়েন্টে বিপদসীমা ১৮ দশমিক ৫০ সেন্টিমিটার। সোমবার সকাল ৯টায় পানি ছিল ১৭ দশমিক ৯২ সেন্টিমিটার। রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টায় পদ্মার রাজশাহী পয়েন্টে পানি ছিল ১৭ দশমিক ৮৪ সেন্টিমিটার। ফলে গত ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধি পেয়েছে ৮ সেন্টিমিটার। বিহারে বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ।
পাউবো’র মিটার গেজ মো. এনামুল হক সংবাদ চলমান.কমকে বলেন, ‘রাজশাহীতে টানা ৭/৮ দিন ধরে যে বৃষ্টি হচ্ছে, তা খুব বেশি নয়। মূলত পাশ্ববর্তী দেশ ভারতের বিহারে চলমান বন্যার কারণে রাজশাহী পয়েন্টে পদ্মার পানি বাড়ছে। সেখানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।’
এদিকে, পদ্মার পানি বৃদ্ধির ফলে জেলার বাঘা, গোদাগাড়ী, পবায় এলাকার পদ্মার চরের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বাঘার ১৫টি চরের প্রায় ২ হাজার পরিবার গত ৭ দিন ধরে পানিবন্দি রয়েছেন। পবা ও গোদাগাড়ীতে পদ্মার পানি বৃদ্ধিতে ভাঙনের কবলে পড়েছে পদ্মাপাড়ে বসবাসকারী মানুষ।
বাঘায় পদ্মার পানি বৃদ্ধিতে চরাঞ্চল প্লাবিত হওয়ায় এরই মধ্যে ১১টি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করা হয়েছে। দু’টি স্কুল ভাঙনের কবলে পড়ার শঙ্কায় পড়েছে। স্থানীয় বাজার ও মসজিদও যেকোনো সময় বিলীন হতে পারে পদ্মায়।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাহীন রেজা বলেন, ‘আমরা ভাঙন কবলিত এলাকায় সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছি। এরমধ্যে দেড় শতাধিক পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। মন্ত্রণালয়ে ত্রাণের চাহিদার তথ্য পাঠানো হয়েছে। অনুমোদন হয়ে বরাদ্দ এলে সবার মাঝে ত্রাণ বিতরণ করা সম্ভব হবে।’
বাঘা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবিএম সানোয়ার হোসেন বলেন, ‘আমরা এরমধ্যে ১১টি স্কুল বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছি। রোববার থেকে তা ছুটি কার্যকর হয়েছে। তবে স্কুলের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।’