রাজশাহী সংবাদ
রাজশাহীর পদ্মায় নৌকাডুবিতে যেভাবে বেঁচে ফিরলেন বরসহ ১৫ জন
নিজস্ব প্রতিবেদক: বৌভাত অনুষ্ঠান শেষে ফেরার পথে রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে বর সহ ১৫ জন কিভাবে বেঁচে আসলেন তা তিনি নিজেই জানিয়েছেন। শনিবার দুপুর ১২ টার দিকে রাজশাহী মহানগরীর শ্রীরামপুর সংলগ্ন পদ্মা নদীর পাড়ে তিনি সাংবাদিকদের জানান, চরখিদিরপুর থেকে নৌকা যোগে বাড়ি ফিরছিলেন তারা। নদীতে আসলে হঠাৎ করে নৌকাটি বন্ধ হয়ে যায়। এরপর নৌকার যাত্রীরা লাফালাফি শুরু করে
ফলে নৌকাটি ডুবতে শুরু করে। এসময় ওই পথ দিয়ে যাওয়া বালুবাহী একটি ট্রলার দড়ি ফেলে দিলে তারা ধরে তিনিসহ ১৫ জন বেঁচে যান। তার কাছ থেকে কিভাবে বউ পরলো এমন প্রশ্নের জবাবে তিনি জানান, যখন সবাই লাফালাফি শুরু করেছে তার বউ নৌকা থেকে পড়ে যায়। তারপর থেকেই আর কিছু বলতে পারবেন না তিনি। উল্লেখ্য, পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় এ পর্যন্ত দুটি লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে সাতজন।