রাজশাহীর জজ আদালতে কর্মচারীদের প্রশিক্ষণের সমাপনী-সনদ বিতরণ
বিমল দাস: রাজশাহীর জজ আদালতে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের দক্ষতা উন্নয়নের সপ্তাহব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজশাহীর জজ আদালত সম্মেলন কক্ষে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম এতে সভাপতিত্ব করেন।
এতে বক্তব্য দেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান তালুকদার, অতিরিক্ত জেলা জজ এমদাদুল হক, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল আলম নিপু। এসময় জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম বলেন, সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে কর্মচারীদের গুণগত মান বৃদ্ধি, দক্ষতা ও মানসিকতার ইতিবাচক পরিবর্তন সাধিত হবে। বিশেষ অতিথি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান তালুকদার প্রশিক্ষণার্থীদের উজ্জল ভবিষ্যৎ কামনা করে নিয়মিতভাবে প্রশিক্ষণ অব্যাহত রাখার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে ৪০ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়