পুঠিয়ারাজশাহী সংবাদ
রাজশাহীতে ২৪৭ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে ২৪৭ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পবা হাইওয়ে পুলিশ। রবিবার গভীর রাতে বানেশ্বর কলাহাটা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রফিকুল ইসলামের পুত্র জনি আলী ও মফিজ উদ্দিনের পুত্র আবু সাইদ।
বিষয়টি নিশ্চিত করে পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয় ।
এরপর ওই বাস থেকে বিপুল পরিমানে ফেনসিডিল সহ দুই জনকে আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর সোমবার সকালের দিকে জেল হাজতে পাঠানো হয়।