রাজশাহী সংবাদ
রাজশাহীতে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সারোয়ার ওরফে সারুআল(২৫) নামক এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল দুপুর ২ টার দিকে পবার নওহাটা কলেজ মোগ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সারোয়ার চাঁপাইববাগঞ্জের শিবগঞ্জ উপজেলার জালমাছমারি পূর্বপাড়া এলাকার জাইদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গতকাল রোববার দুপুর ২ টার দিকে, পবা থানার এসআই আব্দুল আওয়াল তার সঙ্গীয় ফোর্স নিয়ে নওহাটা কলেজমোড়ে চেকপোষ্ট ডিউটি করছিলেন।এ সময় পুলিশের চেকপোষ্ট দেখে রাজশাহী থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস হতে খুব দ্রুত নেমে রাস্তা পার হয়ে নওহাটা কলেজ মাঠের দিকে যাওয়ার সময় সারোয়ারের গতিবিধি, তাকানো ও দ্রুত স্থান ত্যাগ করা সন্দেহ হয়। পরে তার দেহ তল্লাশী করে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানা গেছে।