রাজশাহী সংবাদ
রাজশাহীতে হোটেল স্টার ইন্টারন্যাশনালকে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক : জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিফতর অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে হোটেল স্টার ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলকে। বুধবার বেলা ১২টার দিকে নগরীর শাহমখদুম থানাধীন নওদাপাড়া বাস টার্মিনাল এলাকায় ওই হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে হোটেল স্টার ইন্টারন্যাশনাল আবাসিকে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়, পঁচা শাকসবজি ও খাবার পরিবেশনের অভিযোগ পান তারা। এসময় হোটেলটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক সৈয়দ মোস্তাক হাসান এ জরিমানা করেন।