রাজশাহী সংবাদ
রাজশাহীতে সম্মেলন থেকে ফারুক চৌধুরীর সমর্থক ফেনসিডিলসহ আটক
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলনস্থল থেকে ফেন্সিডিলসহ ওমর ফারুক চৌধুরীর এক কর্মীকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্সের ভেতর থেকে তাকে আটক করে পুলিশ।
আটককৃত হলেন, হাসান কবির (৪৭)। তিনি গোদাগাড়ীর দমকলী এলাকার আশরাফুলের ছেলে। এছাড়া রাজশাহী জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি সাংসাদ ওমর ফারুকের কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এছাড়া তিনি জেলা ওয়ামী লীগের সভাপতি ওমর ফারুকের দেওয়া হলুদ ট্রি-শার্ট পড়ে আছেন।
পুলিশ জানায়, মূল গেটে ঢোকার সময় সবাইকে সার্চ করা হচ্ছে। এসময় আশিকে সার্চ করা হলে তার থেকে এক বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এসময় তাকে আটক করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, ফেন্সিডিলসহ এক জনকে আটক করা হয়েছে।