রাজশাহীতে শীর্ষ জেএমবি ৩ সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন “জামায়েতুল মুজাহেদীন বাংলাদেশ” জেএমবি’র তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চররানীনগর (বকচর) এলাকায় অভিযান চালায় র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল।
এ সময় তাদের নিকট থেকে উগ্রবাদী বই, ২০ টি লিফলেট, জঙ্গী সংক্রান্ত ৪টি রেজিস্টারসহ তাদের আটক কশরা হয়।
আটককৃতরা হলো: জেলা-চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধিন রাঘবপুর গ্রামের মোঃ মফিজুল বিশ্বাসের ছেলে মোঃ মনিরুল ইসলাম বাবু, একই এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ হোসেন আলী ও মোঃ ছাকিম আলীর ছেলে মোঃ জিয়াউল হক (৩৩)।
র্যাব জানায়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন “জামায়েতুল মুজাহেদীন বাংলাদেশ” জেএমবি’র সদস্যরা দেশ ও সরকারের বিরুদ্ধে ধ্বংসাত্বক কর্মকান্ডের ষড়যন্ত্র, সন্ত্রাসী কর্মকান্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে সরকার উৎখাতের জন্য যুব সমাজকে উৎসাহ ও প্ররোচনা দানকরাসহ জেএমবি সংগঠনের জন্য কর্মী সংগ্রহের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চররানীনগর (বকচর) গ্রামস্থ জনৈক আব্দুস সালামের বাঁশ ঝাড়ের ভিতরে গোপন বৈঠক করিতেছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ বিষয়ে আটককৃতদে বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর সন্ত্রাস বিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র্যাব।