রাজশাহী সংবাদ
রাজশাহীতে শরীরে আগুন দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে পারিবারিক কলহের জেরে লিজা রহমান (২০) নামে এক কলেজছাত্রী শরীরে কেরোসিন ঢেলে আগুন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন।
শনিবার দুপুরে রাজশাহী মহিলা টিটিসি এলাকায় এই ঘটনা ঘটে।
ওই ছাত্রী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।চিকিৎসক জানায়, লিজার শরীরের সামনে কোমরের ওপর থেকে মুখমন্ডল শ্বাস নালীসহ প্রায় ৪৫ শতাংশ পুড়ে গেছে।
লিজা রাজশাহী মহিলা কলেজের এইচএসসি ২য় বর্ষের এক শিক্ষার্থী। লিজার বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় আবদুর লতিফের মেয়ে।
শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, ওই ছাত্রীকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।