রাজশাহী সংবাদ
রাজশাহীতে র্যাবের কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেছে র্যাব। দুপুরে নগরীর মোল্লাপাড়ায় পাঁচ শতাধিক দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেন র্যাব-৫ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহফজুর রহমান। বিপিএম
এসময় র্যাব অধিনায়ক জানান, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধাতার অংশ হিসেবে এই শীতে দরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়েছে র্যাব।
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁতেও কম্বল বিতরণ করা হয়েছে বলে জানান তিনি। এ সময় উপ অধিনায়ক, সকল কোম্পানি কমান্ডারগন ও অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।