রাজশাহীতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সংঘর্ষঃ আহত অন্তত ১৫
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।এর মধ্যে দুইজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।তাদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, শুক্রবার সকাল ৮ টা থেকে নগরীর পাঠানপাড়া সংলগ্ন নাইস কনভেনশন সেন্টারে শুরু হয় মোটর শ্রমিক ইউনিয়নের ভোট গ্রহন। সকাল থেকেই সকল প্রার্থীরা উৎসব মূখর পরিবেশে চলে ভোট গ্রহন। দুপুর প্রায় ৩ টা ৫০ মিনিটে ভোট কেন্দ্রের বাইরে দাড়ানোকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক পদ প্রার্থী মাহাতাব হোসেন ও মমিনুল ইসলাম মমিনের লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। খবর ছড়িয়ে পড়লে ভোট কেন্দ্রের ভেতরেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর ভোট কেন্দ্রের বাইরে এসে প্রার্থীদের বুথ ভাংচুর করে। পরে লাঠিসোটা নিয়ে উভয় প্রার্থীর সমর্থকেরা হামলা চালায়।
এতে উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হয়। আহতরা হলেন,সাধারণ সম্পাদক প্রার্থী সাইরুল(৪৫), বাদশা (৪৫) স্বপন(৩৫) মানিক(২৫) কচি(৩৫) .নাইম(১৫)সহ আরো অনেকে।
তাদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে পুলিশ সেখানে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। তবে যেকোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অবস্থান নিবে পুলিশ বলে জানিয়েছেন বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারন চন্দ্র বর্মন।