রাজশাহীতে মাদকদ্রব্য মামলায় যুবকের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় কবির হোসেন (৩১) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও পাঁচ মাস কারাদণ্ড দেয়া হয়েছে।
আজ বুধবার (৩০ অক্টোবর) দুপুরে রাজশাহীর বিশেষ জজ আদালত-১ এর বিচারক মোসা. ইসমত আরা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত কবিরের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাধুর মোড় ঘুণ্টিঘর গ্রামে। রাজশাহীর বিশেষ জজ আদালত-১ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১৬ সালের ৪ মার্চ ২০০ গ্রাম হেরোইনসহ কবির হোসেনকে গ্রেপ্তার করেছিল গোদাগাড়ী থানা পুলিশ। এ নিয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়। পরে আদালতে মামলাটির বিচার শুরু হয়। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করলেন।
আইনজীবী শফিকুল ইসলাম আরও জানান, রায় ঘোষণার সময় আসামি কবির আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।