রাজশাহী সংবাদ
রাজশাহীতে বিপুল পরিমান ফেন্সিডিলসহ ২জন মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গত মঙ্গলবার দিবাগত রাত আড়াই টারদিকে চারঘাট থানাধীন চক মুক্তারপুর সরকারপাড়া এলাকা থেকে তাদের আটক করে চারঘাট মডেল থানা পুলিশ। এ সময় ৩৫০ বোতল ফেন্সিডিলসহ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, চারঘাট থানাধীন ইউসুফপুর গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ রিংকু আলী ওরফে সম্রাট (২৪), ও রাজশাহী নগরীর বোয়ালিয়া থানাধীন তালাইমারী বাঁদুড় তলা বাবার আলী সড়ক এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ নিয়ামাতুল্লাহ ।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমিত কুন্ডু জানায়, জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বিকার করেছে তারা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় ওসি।