রাজশাহীতে বিদেশীমদ ও ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক-২
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে ১৮২ বোতল ফেন্সিডিলসহ মোঃ শহীদ আলী (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে মোহনপুর থানাধীন সইপাড়া এলাকায় থেকে তাকে আটক করে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।
আটককৃত শহীদ আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধিন রঘুনাথ পুর এলাকার মৃত লালচাঁনের ছেলে।
র্যাব জানায়, আটকককৃত শহীদ আলী বিরুদ্ধে মোহনপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
অপর এক অভিযানে, ৪২ বোতল বিদেশী মদসহ মোঃ বিপুল মোল্লা (৩২), মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে পুঠিয়া থানাধীন কান্দ্রা গ্রামের জেকর মোড় এলাকা থেকে তাকে আটক করে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল।
আটকককৃত মাদক ব্যবসায়ী মোঃ বিপুল মোল্লা বড়বালদিয়া, চারঘাট থানাধিন বড়বালদিয়া গ্রামের মৃত আলিম উদ্দিন চৌকিদারের ছেলে।
র্যাব জানায়, আটকককৃত বিপুল মোল্লার বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে