রাজশাহী সংবাদ
রাজশাহীতে বাড়িতে ঢুকে ৯ বছরের শিশুকে ধর্ষণ, কিশোর গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে বাড়িতে ঢুকে ৯ বছরের মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে নগরীর চন্দ্রিমা থানার পশ্চিম মেহেরচণ্ডি এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার কিশোরের নাম মারুফ।
চন্দ্রিমা থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তিনি জানান, বুধবার সন্ধ্যার দিকে বাড়িতে কেউ ছিল না। মেয়েটি একাই ছিলো। এ সুযোগে স্থানীয় এক স্কুলের ৯ম শ্রেণির ছাত্র মারুফ ঘরে ঢুকে মেয়েটিতে ধর্ষণ করে।পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মারুফকে গ্রেফতার করে। পরে বৃহস্পতিবার ওই কিশোরকে কিশোর অপরাধ কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।