রাজশাহী সংবাদ
রাজশাহীতে পালিত হচ্ছে বিশ্ব এইডস দিবস
নিজস্ব প্রতিবেদক:
নানা আয়োজনে রাজশাহীতে পালিত হচ্ছে বিশ্ব এইডস দিবস। দিবসটি উপলক্ষে রোববার সকাল ৯ টায় একটি বর্নাঢ্য র্যালির আয়োজন করে রাজশাহী সিভিল সার্জন কার্যালয়।
র্যালিটি লক্ষীপুর মোড় থেকে বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন অফিস কার্যালয় সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা সভাপতিত্ব করেন, ডেপুটি সিভিল সার্জন ডা: জাহাঙ্গীর আলম।
স্বাগত বক্তব্য দেন, বক্ষব্যাধি ক্লিনিকের জুনিয়ার কনসাল্টেন চন্দন কুমার প্রামানিক্।
এ সময় আরও উপস্থিত ছিলেন, আপসের নির্বাহী পরিচালক আবুল বাসার।
এছাড়াও সিভিল সার্জন অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।