রাজশাহীতে নগরীতে গৃহবধূকে গলায় হাসুয়া ধরে ধর্ষণ চেষ্টার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীতে গৃহবধূকে গলায় হাসুয়া ধরে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তারই বাড়ির ভাড়াটিয়ার বিরুদ্ধে। আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে চন্দ্রিমা থানাধীন শিরোইল কলোনী ৩নং রোডের মুজাহিদের স্ত্রীর (২২) সাথে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মুজাহিদের স্ত্রী বাসায় রান্না করছিলেন। এসময় তারই ভাড়াটিয়া নগরীর হোসেনীগঞ্জ এলাকার মোঃ শামীমের ছেলে মোঃ আলিম (২২) তার গলায় ধারালো হাসুয়া ধরে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে আত্মরক্ষার্থে কোন রকমে তাকে ধাক্কা দিয়ে বাইরে বের হয়ে আসেন গৃহবধূ। টের পেয়ে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে আসার আগেই লম্পট আলিম পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা দায়ের করবেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, গত ছয় মাস ধরে আলিম স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে ভাড়া আছে। সে পেশায় একজন রংমিস্ত্রী।
চন্দ্রিমা থানার ওসি শেখ মো: গোলাম মোস্তফা জানান, ঘটনাটি শুনেছি। ভুক্তভোগী গৃহবধূকে থানায় ডাকা হয়েছে। তিনি অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।