রাজশাহী সংবাদ
রাজশাহীতে দুই ট্রাকের সংঘর্ষে আহত পাঁচ
নিজস্ব প্রতিবেদক: নগরীর উপকণ্ঠ ভূগরাইল রানা পেট্রোল পাম্পের সামনে বালির ট্রাককে খালি ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা ড্রাইভার, হেলপার ও শ্রমিকসহ পাঁচজন আহত হন।
আহতরা হলেন, ওসমান আলীর ছেলে মোহাম্মদ ফজদার আলী (৪৮), মরু মন্ডলের ছেলে বাবর আলী (৫৫), ভাই আলাউদ্দিন (৫২),আজদার আলীর ছেলে আজাদ আলী (৫৫), তার ভাই বাবলু (৫০)। তারা সবাই চন্দ্রিমা থানার কালুর বাড়ি এলাকার বাসিন্দা।
পরে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ ও ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এছাড়া খালি ট্রাকটি পুলিশ হেফাজতে আছে।
শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।