রাজশাহী সংবাদ
রাজশাহীতে ট্রেনে কাটা পরে এক ব্যাক্তির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ট্রেনে কাটা পরে রেজাউল হক (৪৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় নগরীর কোট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ব্যাক্তি নগরীর রাজপাড়া থানাধীন মহিষবাথান এলাকার মমতাজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টায় নগরীর কোট স্টেশন এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় রেজাউল। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডেকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।