রাজশাহী সংবাদ
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো কিশোরের
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মেহেদী হাসান ইমন(১৫) নামক এক কিশোর নিহত হয়েছে। আজ রোববার সকাল ৯ টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
ইমন কাশিয়াডাঙ্গা থানা সংলগ্ন মিয়াপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।
জানা যায়, রোববার সকালে মিয়াপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ইমনকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। পরে রামেক হাসপাতালের জুরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।