রাজশাহীতে টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে হত্যাকাণ্ডে গ্রেফতার সাত
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে
সানোয়ার হোসেন রাসেল (৩০) হত্যাকাণ্ডের ঘটনায় ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গতকাল বুধবার রাতে নগরীর চন্দ্রিমায় থানায় রাসেলের ভাই মনোয়ার হোসেন রনি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা সাত থেকে আটজনকে আসামি করে মামলায় দায়ের করেছেন।
আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন, রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস। তিনি বলেন, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, বুলবুল হোসেনের ছেলে আসামী রাব্বি (২৫), জয়নালের ছেলে মো. বাপ্পি (১৯), নূর মোহাম্মদ সরদারের ছেলে মো. শাহিন (২৪), মানিকের ছেলে মো. শুভ (২১), বাবু ইসলামের ছেলে চঞ্চল (১৯), জালাল উদ্দিনের ছেলে কলাম উদ্দিন (১৯), আবুল কালাম চৌধুরীর ছেলে মোজাহিদুল ইসলাম অভ্র (১৯), তারা সবাই শিরোইল কলোনী এলাকার বাসিন্দা।
প্রসঙ্গত, ১৩ নভেম্বর বুধবার দুপুরে রাজশাহী রেল ভবনে টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে নিহত রাসেল ও রাজাসহ অন্তত পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাসেল মারা যায়।