রাজশাহীতে জাল সৌদি রিয়ালসহ প্রতারক চক্রের সদস্য আটক
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে সৌদি রিয়াল জাল নোট চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানার পুলিশ তাদের গ্রেফতার করে।
অভিযানে সৌদি আরবের রিয়ালের জাল নোট উদ্ধার ও মোহাম্মদ হায়দার অালী নামে একজন কে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সাহেব বাজার অার ডি এ মার্কেট এলাকা থেকে তাকে অাটক করা হয়।
গ্রেফতারকৃত হলেন, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর এলাকার মোঃ আসমত আলীর ছেলে মোহাম্মদ হায়দার অালী।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন সংবাদ চলমান কে জানান, গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে প্রতারনা ও বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা করা হয়েছে। জাল নোট চক্রের এই সদস্যর সঙ্গে আরও যারা জড়িত আছে তাদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।