সংবাদ সারাদেশসারাদেশ

বেনাপোলে ২ যুবকের দেহে মিলল সাড়ে ৩ কেজি স্বর্ণ

সংবাদ চলমান ডেস্ক: বেনাপোলে দুই যুবকের দেহ তল্লাশি করে ৩০ স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় দুই পাচারকারীকে আটক করা হয়।

শনিবার দুপুরে বেনাপোল বাজার থেকে ওই স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন প্রায় সাড়ে তিন কেজি।

আটকরা হলেন- ইকবাল হোসেন (৩৪) উপজেলার বড় আচড়া গ্রামের রাজ্জাকের ছেলে ও ওমর ফারুক রনি (৩২) একই এলাকার আজিজুল মুন্সীর ছেলে।

৪৯ বিজিবির কামন্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, বেনাপোলের বড় আচড়া সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন গোপন সংবাদ পাওয়া যায়।

এর ভিত্তিতে বিজিবির একটি টহল দল বেনাপোল বাজারে অভিযান চালিয়ে ইকবাল ও রনি নামে দুই যুবককে আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে ৩০ পিস (সাড়ে তিন কেজি) স্বর্ণের বার জব্দ করা হয়।

বিজিবির জিজ্ঞাসাবাদে দুজন জানান, দীর্ঘদিন ধরে তারা স্বর্ণ চোরাচালান কাজে নিয়োজিত। আটক সোনার মূল্য ২ কোটি ১৭ লাখ টাকা। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button