রাজশাহী সংবাদ
রাজশাহীতে গোয়েন্দা পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ দুই নারী আটক
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে আটক করা হয়েছে। গতকাল রাত আটটার দিকে নগরীর তেরাখাদিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নগরীর ছোট বনগ্রাম এলাকার মৃত আমির আলীর মেয়ে কমেলা ওরফে কনা(৫০) এবং পবার তুরাপুর এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী হীরা বেগম(৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা শাখার এসআই মাহাবুব হাসান তার সঙ্গীয় ফোর্সসহ তেরখাদিয়া (পশ্চিমপাড়া) নির্মানাধীন বহুতল ভবন ড্রিম-৩২ এর সামনে রাস্তার উপর অভিযান চালায়। এ সময় দুই নারীকে ২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৫০ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রয়লব্ধ ৫ হাজার টাকাসহ আটক করে।
তাদের বিরুদ্ধে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে।