রাজশাহীতে গাঁজা-ফেন্সিডিলসহ ২টি নৌকা জব্দ
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর উপকন্ঠ ইউসুফপুর ও টাংগন পুর্বপাড়া এলাকার পদ্মা নদীতে পৃথক দুটি অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ১০ বোতল ফেন্সিডিলসহ ২ টি নৌকা জব্দ করেছে বিজিবি।
সোমবার দুপুর দেড়টার দিকে ১-বিজিবি ইউসুফপুর ক্যাম্পের সুবেদার মোঃ আবু তালেব (বিজিবিএম) ও সঙ্গীয় ফোর্স পৃথক দুটি অভিযান পরিচালনা করে।
এসময় ইউসুফপুর ক্যাম্পের টাংগন পুর্বপাড়া নদীর কিনারায় পরিত্যাক্ত একটি নৌকায় তল্লাশী চালিয়ে দুই কেজি গাঁজা উদ্ধার করে এবং নৌকাটি জব্দ করে।
একই সময় অপর এক অভিযানে মুক্তাপুর চকপাড়া নদীর কিনারায় ১০ বোতল ফেন্সিডিলসহ একটি নৌকা জব্দ করা হয়।
সুবেদার মোঃ আবু তালেব জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে পৃথক দুটি অভিযানে নৌকাসহ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। তবে জব্দকৃৃত মাদকদ্রব্য ও নৌকার প্রকৃত মালিককে আটক বা সনাক্ত করা যায়নি।
জব্দকৃৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ানের স্টোর রুমে জমা করা হয়েছে এবং যথা সময়ে তা জনসম্মুখে ধ্বংস করা হবে বলেও জানান সুবেদার।