রাজশাহীতে ঋনের দায়ে ট্রেনের নিচে মাথা দিয়ে যুবকের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক: ঋণের বোঝা সইতে না পেরে রাজশাহীতে চলন্ত ট্রেনের লাইনে মাথা দিয়ে এক অজ্ঞাত যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ শুক্রবার ৬ মার্চ সকাল সাড়ে ১১ টায় বেলপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক পুঠিয়ার বানেশ্বর এলাকার বাসিন্দা বলে স্থানীয়ারা জানিয়েছেন তবে তৎক্ষনিক তার নাম পরিচয় জানা যায়নি।
জনা গেছে, নিহত যুবক মৃত্যুর আগে পাশেই একটি মোটরসাইকেল রেখে এবং একটি চিরকুট লিখে গেছে চিরকুটে উল্লেখ করেছিলেন তিনি একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে বিভিন্ন সময় ঋণ নিয়েছিলেন। পাওনাদার টাকা চাওয়ায় তিনি অতিষ্ঠ হয়ে ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন।
স্থানীয় পুলিশ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে আনা হয়, তার হাতে চিরকুট লেখা থাকায় ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে তদন্ত ছাড়া এটা হত্যা নাকি আত্মহত্যা সেটা নিশ্চিত করে বলা যাবে না।