রাজশাহী সংবাদ
রাজশাহীতে ইভটিজিংকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন
আজ শুক্রবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রাজশাহী ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় ঘটনাস্থল পরিদর্শন করেন, পুলিশ সুপার জনাব মো: শহিদুল্লাহ বিপিএম, পিপিএম। এসময় তিনি ভিকটিমের পরিবার ও স্থানীয় ব্যক্তিবর্গের সাথে ঘটনা সংক্রান্তে কথা বলেন। ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
গুরুত্ব সহকারে মামলা তদন্ত করার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তাকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এ ঘটনায় বাঘা থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে এজাহারভুক্ত ৬ জন অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে সোপার্দ করা হয়েছে বলে তিনি জানান।