ঢাকাসংবাদ সারাদেশ

সাভারে ডিবি পুলিশের অভিযানে ডাকাত চক্রের ৫ সদস্য আটক

নাসিম খান, সাভার প্রতিনিধিঃ

সাভারে আন্তজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রাতে ঢাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির ওসি তদন্ত কামাল হাওলাদার বলেন,গত বছরের ১৯/১১/২০২১ তারিখ রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে মানিকগঞ্জ যাওয়ার জন্য একটি হায়েস গাড়ি ভাড়া করেন ডাকাত সদস্যরা। পরে গাড়িটি ঢাকা আরিচা মহাসড়কের সাভারের সিএনবি এলাকায় পৌছলে ডাকাত সদস্যরা গাড়ির ড্রাইভার রানাকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে রাস্তার পাশে ফেলে দিয়ে ডাকাতরা গাড়িটি নিয়ে পালিয়ে যায়।

পরে হায়েস গাড়ির মালিক বোরহান উদ্দিন হাসান সাভার মডেল থানায় অজ্ঞাত ডাকাত সদস্যদের
বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে মামলাটি ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার তদন্তভার ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির উপর ন্যস্ত করেন। পরে গতকাল রাতে ঢাকা ও সাভারের বিভিন্ন স্থান
থেকে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

আটককৃত ডাকাত সদস্যরা হলেন শরিফুল ইসলাম,আব্দুল গণি,বাবুল,আমিনুল ইসলাম এহসান,ও সোগাগ ওরফে ভাগিনা সোহাগ।

এসময় ঢাকার খিলগাঁও এলাকা থেকে ডাকাতি হওয়া হায়েস গাড়িটিও উদ্ধার করা হয়। আটক ডাকাত সদস্যদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। ডিবি পুলিশ বলছে,আটক ডাকাত সদস্যরা দেশের বিভিন্ন মহাসড়কে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিলো।

আটক ডাকাত সদস্যদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণকরা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button