রাজশাহীতে আবারো জেঁকে বসেছে শীত, নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ
ফরিদ আহমেদ আবির : রাজশাহীতে আবারো জেঁকে বসেছে শীত। গত শুক্রবার রাতে বৃষ্টির পরে উত্তরের হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশায় হাড় কাঁপুনি শীত নেমেছে রাজশাহীতে।
হঠাৎ কুয়াশা আর জেঁকে বসা তীব্র শীত ও হিমেল বাতাসে অনেকটা দুর্ভোগে পড়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বিশেষ করে রাজশাহীর ছিন্নমূল মানুষরা পড়েছেন বেশি বিপাকে। তারা ঠান্ডা তাড়াতে অনেকেই খড়কুটো জ্বালিয়ে সাময়িকভাবে একটু প্রশান্তি খোঁজার চেষ্টা করছেন।
আজ শনিবার সকালে কুয়াশায় ঢাকা ছিল রাজশাহীর চারিদিক। সকাল ১০টা পর্যন্ত কুয়াশায় ঢাকা ছিল আকাশে তখনো দেখা মেলেনি সূর্যের। এতে করে হিমেল বাতাসে ঠান্ডার মাত্রা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। কুয়াশার কারণে সড়ক-মহাসড়কে গাড়িগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।
তাছাড়া প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে সাধারন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষরা শীতে অনেকটা কাতর হয়ে পড়েছেন।
রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রাজশাহী, রংপুর বিভাগসহ দেশের বেশ কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। পূর্বাভাস অনুযায়ী দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে গেলে এ মাসে শীতের তীব্রতা বাড়বে।