রাজশাহীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধি দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক:
‘দুর্নীতির সময় শেষ গড়বো সোনার বাংলাদেশ’ এই স্লোগানে রাজশাহীতে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দিবসটি উপলক্ষে আজ সোমবার সকালে গণশাক্ষর কার্যক্রম, দুর্নীতি বিরোধী তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
দুর্নীতিদমন কমিশন ও জেলা প্রশাসন, রাজশাহী ‘র উদ্যোগে মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি রাজশাহী ও সনাক-টিআইবির রাজশাহী’র সহায়তায় দিনব্যাপি বিভিন্ন কর্মসুচির আয়োজন করেছে। সকালে অনুষ্ঠানের উদ্বোধন হয়ে মানববন্ধন ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো হুমায়ুন কবির, দুর্নীতি দমন কমিশন রাজশাহীর পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম, সভাপতি সচেতন নাগরিক কমিটি প্রফেসর ড. দীপকেন্দ্র নাথ দাস।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা প্রশাসক মো হামিদুল হক।