রাজশাহী সংবাদ
রাজশাহীতে অস্ত্রসহ ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে মোহাম্মদ আলী (২৪) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে অস্ত্রসহ আটক করেছে র্যাব।
গতকাল বুধবার (০৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মোহাম্মদ আলী বোয়ালিয়া থানাধীন আলীনগর গ্রামের মোঃ মুকুলের ছেলে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্ত্বর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তার নিকট থেকে দুটি বিদেশি পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং চারটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এই ঘটনায় গ্রেপ্তার মোহাম্মদ আলীর বিরুদ্ধে অস্ত্র আইনে নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানায় র্যাব।