রাজশাহীতে অধ্যক্ষকে পুকুরে ফেলা সেই সৌরভকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দীন আহম্মেদকে পুকুরে ফেলে দেবার অভিযোগে ছাত্রলীগ পলিটেকনিক কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন সৌরভকে বহিষ্কার করা হয়েছ। শনিবার রাতে মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে তাকে এ বহিষ্কারাদেশ দেয়া হয় বলে দলীয় সূত্রে বিষয়টি জানা গেছে।
কামাল হোসেন সৌরভ কম্পিউটার বিভাগের সপ্তম পর্বের শিক্ষার্থী। বহিষ্কারের পাশাপাশি কলেজের ছাত্রলীগের সকল কার্যক্রমও স্থগিত ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, অকৃতকার্য শিক্ষার্থীকে পরীক্ষা দেয়ার সুযোগ না দেওয়ায় রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষকে পিটিয়ে পুকুরে ডুবিয়েছে ওই পলিটেকনিক শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা। শনিবার দুপুরে দেড়টার দিকে পলিটেকনিক ক্যাম্পাসের মধ্যে এ ঘটনা ঘটে।পরে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষকরা অধ্যক্ষ প্রকৌশলী ফরিদউদ্দিন আহম্মেদকে উদ্ধার করে।
এ ঘটনায় শনিবার রাতে নগরীর চন্দ্রিমা থানায় সৌরভসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দীন আহম্মেদ।