রাজশাহী সংবাদ
রাজশাহীতে অঘোষিত শ্রমিক ধর্মঘট সব রুটে বাস চলাচল বন্ধ :ভোগান্তিতে যাত্রীরা
বিশেষ প্রতিবেদক:
নতুন আইন বাতিলের দাবিতে রাজশাহীর সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে মালিক ও পরিবহন শ্রমিক ইউনিয়ন। বুধবার সকাল থেকে কোনো ধরনের বাস চলাচল করেনি।
এতে চরম ভোগান্তির মধ্যে পড়েন দূর-দূরান্তের গন্তব্যে রওনা দেয়ার যাত্রীরা। সকাল থেকে বাস বন্ধ হয় যাত্রীরা ফের বাসার দিকে ছুটতে থাকেন।
এর আগে গত মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত হঠাৎ করে বাস বন্ধ করে দেয় মালিক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা। এরপর গতকাল মঙ্গলবার বাস চলাচল করলেও আজ বুধবার একই দাবিতে হঠাৎ করে বাস বন্ধ করে দেয়া হয়েছে।