বিনোদনসংবাদ সারাদেশসারাদেশ

কিংবদন্তি অভিনেত্রী মনিকা ভিত্তি আর নেই

বিনোদন ডেস্কঃ

অভিনয় দক্ষতার পাশাপাশি সৌন্দর্যের অনুরাগীও কম ছিলনা মনিকা ভিত্তির। ইতালির এই কিংবদন্তি অভিনেত্রী মারা গেলেন (৯০) বছর বয়সে।

গতকাল বুধবার রাতে মনিকার স্বামী রবার্তো রুসো এই খবর নিশ্চিত করেছেন। মিকালেঞ্জেলো আন্তোনিয়োনি পরিচালিত একাধিক কালজয়ী ছবির সুবাদে পরিচিতি ও খ্যাতি পেয়েছিলেন এই মনিকা ভিত্তি।

সেই সব ছবির মধ্যে ১৯৬০ সালের ছবি (লা আভেন্তুরা), (দি অ্যাডভেঞ্চার) অন্যতম। এক নির্যাতিতা নারীর ভূমিকায় অভিনয় করেছিলেন মনিকা। আর এই সিনেমা রাতারাতি সাফল্য এনে দিয়েছিল মনিকাকে।

মনিকার ভিত্তির জন্ম ১৯৩১ সালের নভেম্বরের ইতালির রোমে। ছোটবেলা থেকেই তিনি পারফর্মিং আর্টে ছিলেন খুব দক্ষ। এছাড়াও তিনি ২য় বিশ্বযুদ্ধ চলাকালীন খুব সামান্য বয়সেই আকৃষ্ট হন থিয়েটারে।

রোমের ন্যাশনাল একাডেমির অব ড্রামাটিক আর্টস থেকে পড়াশোনা করেন মনিকা। সেখান থেকেই আন্তোনিয়োনির নজরে পড়েন তিনি।

এরপর এই নির্মাতার ‘লা নত্তে’, ‘দি এক্লিপ্স’র মতো আন্তর্জাতিক মানের সিনেমায় অভিনয় করেন মনিকা। মনিকার প্রয়াণে শেষ হল ইতালির স্বর্ণযুগের এক বিশেষ অধ্যায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button