মোহনপুর সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও ভাইস প্রিন্সিপালের আদালতে মুচলেকা
জীবন আলী সবুজ: এইচ এস সি পরীক্ষার ফরম পূরণ না করে দেওয়া ও প্রাণ নাশের হুমকি মামলায় মোহনপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ ও ভাইস প্রিন্সিপাল মকবুল হোসেন স্ব-শরীরে আদালতে উপস্থিত হয়ে মুচলেকা প্রদান করেন। গত বৃহস্প্রতিবার কলেজ ছাত্রীর উপস্থিতিতে রাজশাহী জেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১ নং আদালত এ আদেশ দেন। জানাযায়, মোহনপুর ডিগ্রী কলেজের দ্বাদাশ শ্রেণীর,বিজ্ঞান বিভাগের ছাত্রী শামিন বাদী হয়ে গত ৭ জানুয়ারী মামলা দায়ের করেন। তাহাকে এইচ এস সি পরীক্ষার ফরম পূরণ করে না দেওয়া ও প্রাণ নাশের হুমকি প্রতিবাদে উক্ত কলেজের অধ্যক্ষ ও ভাইস প্রিন্সিপাল এর নামে মামলা দায়ের করেন। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ৯ জানুয়ারী স্ব-শরীরে আদালতে উপস্থিত হয়ে কারন দশাইনোর জন্য শোকোজ নোটিশ প্রদান করেছেন। সেই মোতাবেক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ ও ভাইস প্রিন্সিপাল মকবুল হোসেন আদালতে উপস্থিত হয়ে উক্ত কলেজ ছাত্রীর বিধি মোতাবেক পরীক্ষার ফরমপূরন কর দিবেন ও প্রাণ নাশের হুমকি প্রদান করেন নাই বা ভবিশ্যতে প্রাণ নাশের হুমকি প্রদান করবে না মর্মে মুচলেকা প্রদান করেন । উক্ত আদেশের ব্যাপারে রাজশাহী জেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১নং আদালতের ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি এর সাথে কথা বলা হলে তিনি বলেন,এইচ এস সি পরীক্ষার ফরম পূরণ না কওে দিয়ে প্রাণ নাশের হুমকি প্রদানের কারনে কলেজের অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ ও ভাইস প্রিন্সিপাল মকবুল হোসেন মুচলেকা প্রদান করায় মামলা নথিজাত করা হয়েছে এবং বিধি মোতাবেক পরীক্ষার ফরমপূরম করার জন্য বলা হয়েছে।